২০২১ সালে স্মার্টফোনগুলির থেকে কী কী নতুন বৈশিষ্ট্য আশা করা যায়?

২০২১ সালে স্মার্টফোনগুলিতে যেসব নতুন ফিচার বা বৈশিষ্ট্য আশা করা যায়, সেগুলো হলোঃ

৫জি সাপোর্টঃ

ব্যাপক হারে উন্নত দেশগুলোতে ৫জি প্রযুক্তির ব্যবহার ছড়িয়ে যাচ্ছে। অপেক্ষাকৃত কম দামি ও প্রায় সব ফোনেই ৫জি সাপোর্ট দেখা যাবে ২০২১ সালে।

আন্ডার-ডিসপ্লে ক্যামেরাঃ

ডিসপ্লের নিচে ক্যামেরা থাকার ব্যাপারটা এখনো নতুন। ২০২১ সালে এই ক্ষেত্রে প্রচুর উন্নতি দেখা যাবে স্মার্টফোনগুলোতে।

রিফ্রেশ রেট ম্যাডনেসঃ

গতবছর আমরা ১৪৪হার্জ রিফ্রেশ রেটের স্মার্টফোন ডিসপ্লে পর্যন্ত দেখেছি। এই বছর নিঃসন্দেহ বাড়বে এই ফিচারটির প্রকোপ।

কমদাবি ফোল্ডেবল ফোনঃ

ফোল্ডেবল ফোনের বেশ কয়েকটি জেনারেশন পার করে ফেলেছি আমরা। ২০২১ সালে এবার অবশেষে জনসাধারণের ব্যবহারের জন্য কমদামেও বাজারে আসতে পারে ফোল্ডেবল ফোনগুলো।

৮কে রেকর্ডিংঃ

৮কে রেজ্যুলিউশনে ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে এমন চিপ বাজারে এসে গতবছরেই। ২০২১ সালে এই প্রযুক্তি মোটামুটি কমবেশি সব ফোনেই চলে আসবে।

অগমেন্টেড রিয়েলিটি সাপোর্টঃ

স্মার্টফোনে অগমেন্টেড রিয়েলিটির ব্যবহার ভবিষ্যতের হাতছানি দিচ্ছে। এই সম্ভাবনাময় সেক্টর আরো আগাবে ২০২১ সালে।

100W এরও বেশি দ্রুত চার্জিং:-

তারযুক্ত এবং ওয়্যারলেস উভয়ই উন্নত এবং দ্রুত চার্জিং সমর্থন 2021 এ আসবে বলে আশা করা হচ্ছে।

বড় ব্যাটারি:-

বছর 2020 ব্যাটারি ক্ষমতা প্রসারিত দেখেছি। বছরে চালু হওয়া বেশিরভাগ অ্যান্ড্রয়েড স্মার্টফোন 4000 এমএএইচ-প্লাস ব্যাটারি ক্ষমতা নিয়ে গর্ব করে। স্যামসুং 6,000 এমএএইচ-প্লাস ব্যাট সহ স্মার্টফোনগুলি চালু করেছে।

স্মার্টফোনে 108 এমপি সেন্সর:-

২০২০ সালে 108 এমপি ক্যামেরা সেন্সর উচ্চ-প্রকারের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ছিল These এতে স্যামসুং এবং শাওমির অন্তর্ভুক্ত রয়েছে। এই বছর আমরা দেখতে পাচ্ছি MP৪ এমপি ক্যামেরা সেন্সরগুলি প্রতিস্থাপন করা হয়েছে ।

৭)ডলবি ভিশনের ভিডিও রেকর্ডিং:-

অ্যাপলের মতোই অ্যান্ড্রয়েড নির্মাতারাও 2021 সালে ডলবি ভিশন এইচডিআর ভিডিও রেকর্ডিং সহায়তা প্রয়োগ করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *